১ ঘণ্টায় লেনদেন ৪৬০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৮ ১০:৩৬:৪৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, দর কমেছে ৩৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬০  কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯২৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, দর কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস