টঙ্গীতে ৯ ডাকাত আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৯ ১৩:২১:৩৮


গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু, সুইচ গিয়ার, কম্পিউটার ও বিপুল পরিমাণে চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (৯ নবেম্বর) ভোররাতে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস স্টেশনের সামনে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে আটক করে। এ নিয়ে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এম জি