আরও ৬২ জনের করোনা শনাক্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৯ ১৭:০৮:২০


গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনে। এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন অপরিবর্তিত আছে।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৭৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ১ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে নতুন বাড়ি ফিরেছেন ১৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পরই ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এম জি