সিএসইর পরিচালক হচ্ছেন নাছির উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-১০ ১৬:৩৫:৪৬


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হতে যাচ্ছেন পুঁজিবাজারের সফল ব্যক্তি লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী।

বুধবার (৯ নভেম্বর) সিএসই’র পরিচালক পদে মনোনয়ন জমার শেষ দিনে একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।

সিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঐদিনই পরিচালক পদে নাছির উদ্দিন চৌধুরী চূড়ান্ত মনোনিত হবেন।

তিনি এর আগে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ছিলেন।

আর্থিক খাতের এই সফল ব্যক্তি দেশের অন্যতম এনবিএফআই মাইডাস ফাইন্যান্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ