প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের কম্বল প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১২ ০৯:৪৬:১১


দেশের দুস্থ ও শীতার্তদের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যাংকের অন্যতম পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম) এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

এএ