ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১২ ১০:০০:৩১
ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির সাধারণ নির্বাচনে জয়ী নেতানিয়াহুকে শিগগিরই সরকার গঠনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।
গত সপ্তাহে ইসরাইলে সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। শিগগিরি তাকে সরকার গঠনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
শুক্রবার (১১ নভেম্বর) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, নেসেটের ৬৪ জন সদস্য লিকুদ পার্টির প্রধান বিনইয়ামিনকে সমর্থন দিয়েছেন। আর বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ পান মাত্র ২৮ জনের সমর্থন।
আগামী রোববার (১৩ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি দেবেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। আইন অনুযায়ী নেতানিয়াহু প্রাথমিকভাবে সরকার গঠনে ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে বাড়তি ১৪ দিন দেয়া হতে পারে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গঠন করে ক্ষমতায় আসেন নাফতালি বেনেট। ওই সময় নিজ জোটে আরব, ইসরাইলি দলগুলোকে রেখেছিলেন তিনি। মূলত নেতানিয়াহুকে ক্ষমতা থেকেই সরানোর উদ্দেশ্য ছিল তার। এতে সফলও হন বেনেট।
কিন্তু বেনেট তার জোটকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি। এতে জোট ভেঙে যায়। ফলে ইসরাইলিদের আবারও নতুন নির্বাচনে ভোট প্রদান করতে হয়। সেই নির্বাচনে দুই বছরের মধ্যে আবারও ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে যাচ্ছেন নেতানিয়াহু।
এদিকে ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নেতানিয়াহু দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। একই সঙ্গে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সরকারের নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। এর আগে, টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান তিনি। এরপর চলতি বছর জুনে ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বেড়ে যাওয়া সব ছাপিয়ে সরকার হিসেবে আবারো কট্টর ডানপন্থী নেতা বিনইয়ামিন নেতানিয়াহুকেই বেছে নিলেন ইসরাইলিরা।
এএ