রিমান্ড শেষে কারাগারে এসপি বাবুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১২ ১৪:৫৬:০৪
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (১২ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক শরিফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, ১০ নভেম্বর তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম।
এম জি