টাকা জমানোর কয়েকটি টিপ্স!
আপডেট: ২০১৬-০৩-২৮ ১৯:১৯:২৫
যতই চেষ্টা করুন না কেন, হাতের ফাঁক গলে কী ভাবে যেন টাকা বেরিয়ে যায়! নিউক্লিয়ার ফ্যামিলি হলেও মাসের শেষে জমার খাতায় প্রায় শূন্যই থেকে যায়। তবে উপায়! সংসারের হাল ধরতে সঞ্চয়ে কী ভাবে মন দেবেন? জেনে নিন সঞ্চয়ের এমন কয়েকটি টিপস্।
১) অনেক মেয়েরাই কসমেটিক্স বা গয়নার পিছনে বেশি খরচ করে বসেন। ফলে মাসের শেষে টান পড়ে সংসার খরচে। এ ক্ষেত্রে, মাসের শুরুতেই বাজেট ঠিক করে নিন।
২) কোন খাতে কত খরচা করবেন, আর আপনার উপার্জনের থেকে কতটা টাকা সঞ্চয় করতে চান তা আগেভাগে বুঝে নিন। এর পর প্রথমেই আপনার প্ল্যান মাফিক সঞ্চয়ের জন্য নির্ধারিত টাকা আলাদা করে রাখুন। দেখবেন যেন সেই টাকায় হাত না দিতে হয়।
৩) কোনও বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে পারেন। কারণ, টাকা বাড়িতে জমিয়ে রাখলে তো সুদ আসবে না। আবার না জেনে ভুল ভাল খাতে অহেতুক বিনিয়োগ করেও কোনও লাভ হবে না। এর থেকে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোন কোন খাতে বিনিয়োগ করবেন তা আগে থেকে জেনে নেওয়াই ভাল।
৪) তবে সঞ্চয় করা মানেই না খেয়ে, না ঘুরে-বেড়িয়ে থাকা নয়। সবই করুন নিজের সামর্থ্য বুঝে। ভবিষ্যতের কথাও মাথায় রাখবেন।
সানবিডি/ঢাকা/রাআ