ভোমরায় সাড়ে ১৭ কোটি টাকার জিরা আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৫ ০৯:৫২:৩৪
দাম বেড়ে যাওয়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে জিরা আমদানি। গত চার মাসে এ বন্দর দিয়ে সাড়ে ১৭ কোটি টাকার জিরা আমদানি হয়েছে, যা গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় ২৫ শতাংশ কম।
এ বিষয়ে ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ডলারের মূল্য বেশি হওয়ার পাশাপাশি ভারতে মসলাজাত সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ কারণে আমদানিতে অনাগ্রহ দেখা দিয়েছে। কমছে চাহিদাও।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গিয়েছে, চলতি অর্থবছরের প্রথম চার মাস জুলাই-অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৯৭৯ টন। যার মূল্য ১৭ কোটি কোটি ৫৬ লাখ টাকা, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৪১ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম চার মাসে জিরা আমদানি হয়েছিল ১ হাজার ২০০ টন। যার মূল্য ছিল ১৯ কোটি ৩০ লাখ টাকা। সরকারের রাজস্ব আয় হয়েছিল ১০ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি কমেছে ২২১ টন।
এনজে