বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৫ ১১:৩৯:২৪


নরসিংদীর রায়পুরার নিলকুঠি এলাকায় দুই বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬) এবং একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া(৩৫)।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো কামাল মিয়া(৩৫) কে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো । এমন সময় কিশোরগঞ্জের ভৈরবগামী একটি বাস বিআরটিসির বাসের পেছনে জোড়ে ধাক্কা দেয়। ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীগামী মাছ ভর্তি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। একইসাথে দুই বাস এবং পিকআপ সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয় এবং আরও ১০ জন আহত হন।

এম জি