মিজোরামে পাথর কোয়ারি ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৫ ১৪:০৪:১২


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চার শ্রমিক।

এক বিবৃতিতে ভারতের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, সোমবার একটি পাথর কোয়ারিতে ১২ শ্রমিক আটকা পড়েন। ৮ জনের প্রাণহানি হয়েছে। বাকি চারজনের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

সোমবার দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পরপরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এরপর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার সকালে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি