গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু বুধবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৫ ১৫:৩৪:২৬
ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। আগামীকাল (১৬ নভেম্বর) থেকে পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে ব্যাংকটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, ডিএসইতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেডিং কোড হবে “GIB”। আর কোম্পানি কোড হবে ১১১৫৩। আজ ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
গত ১৬ থেকে ২০ অক্টোবর আইপিও আবেদন সম্পন্ন করেছে ব্যাংকটি।
এনজে