রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলুন: জি-২০ নেতাদের জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৫ ১৬:১৩:৪১


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-২০ নেতাদের বলেছেন, রাশিয়াকে এখনই যুদ্ধ বন্ধ করতে বলুন।

এক ভিডিওবার্তায় মঙ্গলবার তিনি জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতৃবৃন্দের উদ্দেশে তিনি আহ্বান জানান। খবর রয়টার্স ও আরব নিউজের।

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সম্মেলনের নেতাদের ওই ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার এ ধ্বংসাত্মক যুদ্ধ এখনই থামান, এতে হাজার হাজার নিরপরাধ ইউক্রেনীয় জনগণের জীবন রক্ষা পাবে।

জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করেন।

এ সময় তিনি বিশ্বনেতৃবৃন্দকে ইউক্রেনে পুতিনের পারমাণবিক অস্ত্রের হামলার হুমকির বিষয়টিও মনে করিয়ে দেন।

উল্লেখ্য, এবারের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। তার পরিবর্তে তিনি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন।

এম জি