বিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১১-১৬ ০৯:২৪:০৯
বৈশ্বিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চীনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ শনাক্তের খবরে বাজার নিম্নমুখী হয়ে ওঠে। এছাড়া মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছিলেন সংশ্লিষ্টরা। ফলে নানা বিধিনিষেধ শিথিল করার কথাও ভাবছিল দেশটির সরকার। কিন্তু কয়েকদিনের ব্যবধানে ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়ায় সে প্রত্যাশা ম্লান হয়ে গিয়েছে।
তথ্য বলছে, সোমবার আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩ শতাংশ কমে যায়। গতকালও দাম প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়ে ৯৩ ডলারে ঠেকেছে।
অন্যদিকে সোমবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে যায়। গতকাল এটির দামও অপরিবর্তিত ছিল। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৫ ডলারে।
এনজে