ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ-ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২ চুক্তি স্বাক্ষর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৬ ১১:৫১:৫৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইন্ডাস্ট্রি এবং একাডেমীর মধ্যে রিসার্চ, পাবলিকেশন, দক্ষ জনবল তৈরি সহ আরও বেশ কিছু বিষয়ে সমঝোতা করা হয়।
গত ১৫ নভেম্বর, মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান কার্যালয় গুলশানে। চুক্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব আহসানুর রহমান।
এছাড়াও এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল এবং অকসার থেকে আরো অনেকেই উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ থেকে মোঃ সেলিম আফজাল শাওন, হেড অব রিসার্চ, কুমারেশ সাহা, হেড অব প্রিমিয়াম ব্রোকারেজ, মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, এবং অন্যান্য সিনিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহককে উন্নত সেবা প্রদানের পাশাপাশি পুঁজিবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং প্রযুক্তিগত উন্নয়নে বেশ কাজ করে চলেছে। অন্যদিকে যুগোপযোগী, ক্যারিয়ার ভিত্তিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার সুনিবিড় পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি।
এ চুক্তির ফলে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রিসার্চ, পাবলিকেশন, ইএসজি সক্ষমতা বৃদ্ধি, পুঁজিবাজারে দক্ষ জনবল তৈরি এবং উভয়ের সেবা যুগোপযুগী এবং প্রসারের লক্ষ্যে কাজ করবে। তাছাড়া আরেকটি চুক্তির মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি এর ছাত্র-ছাত্রীদের পুঁজিবাজারে কাজের সুযোগ করে দিবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
এনজে