দরবৃদ্ধির শীর্ষে সিনোবাংলা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১১-১৬ ১৫:৩২:০৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। ফলে ডিএসইর  শীর্ষ দশ তালিকার প্রথম অবস্থানে রয়েছে সিনোবাংলা।

দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইজেনারেশন লিমিটেডের শেয়াদর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটি কনসালট্যান্টস লিমিটেড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এনজে