গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৭ ১২:২৫:০২
চাঁদপুরের কচুয়ায় মিন্টু দেবনাথ (২৩) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৬ নভেম্বর) পৌরসভার কড়ইশ গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত মিন্টু দেবনাথ কচুয়া বাজারের স্বর্নকার ব্যবসায়ী তপন দেবনাথের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মিন্টু দেবনাথের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পবিবারের লোকজন চিৎকার করে। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করলে ফ্যানের সাথে তাকে ঝুলে থাকতে দেখা যায়। মিন্টু দেবনাথ কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিল।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এম জি