গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১১-১৮ ০৯:৫২:১৯
ফিলিস্তিনের গাজা উপত্যকা শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন শিশুসহ কমপক্ষে ২১ জন। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলেই পুড়ে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছেন, জেনারেটর চালানোর জন্য ওই ভবনে গ্যাস রাখা ছিল। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার পালিত হবে একদিনের জাতীয় শোক।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ টুইটবার্তায় বলেছেন, প্রয়োজনে তার স্বেচ্ছাসেবীরা দগ্ধ ব্যক্তিদের ইসরায়েলি হাসপাতালে স্থানান্তরিত করতে সহায়তা করবে।
সূত্র: বিবিসি