হবিগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৮ ১৬:৫৭:১৮
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে তহুরা বেগম (৫২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তহুরা বেগম চরগাঁও গ্রামের জারু মিয়ার (৬০) স্ত্রী। এ ঘটনায় স্বামী জারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমজান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে জারু মিয়া ফজরের নামাজ আদায় করতে মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়ি ফিরে এসে বিছানায় তহুরা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। তহুরা বেগমের স্বামী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এম জি