দিনাজপুরে উদ্বোধন হলো ‘অসহায়দের ১ বেলার আহার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৮ ২১:৫৭:৪৪


উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজ্যুমার লিঃ (AGF) আয়োজনে,দিনাজপুর  ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনে অসহায়, প্রতিবন্ধী,পথশিশুদের ১বেলার খাবার বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির সূচনা করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা শাহরিয়ার মাহবুব হিরু।

বিশেষ অতিথি ছিলেন মো নাজমুল ইসলাম নয়ন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর  ব্লাড  ফাউন্ডেশনের সভাপতি  রবিউল  ইসলাম রাজু,সাধারণ  সম্পাদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক  সম্পাদক  আবির হোসেন বিপ্লব। ত্রাণ বিষয়ক সম্পাদক কাউসার জামান,আমানুল্লাহ,জীবন,মুকল,লিমা আক্তার মৌ,ইফতি,নিশাত।

জানতে চাইলে অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজ্যুমার লিঃ (AGF)  এর চেয়ারম্যান জনাব সুমন আলী,ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল বাতেন সানবিডি প্রতিনিধিকে বলেন, খুব শিঘ্রুই দিনাজপুরের “অসহায়দের ১ বেলার আহার” সংগঠনটির দায়িত্ব আমরা নিবো এবং অসহায় মানুষের মুখে ১বেলা আহার তুলে দিতে ভূমিকা রাখবো।

দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা শাহরিয়ার মাহবুব হিরু বলেন, ধন্যবাদ অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজ্যুমার লিঃ (AGF) এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য । দিনাজপুরের অসহায় দুস্থ মানুষগুলোর মুখে একটু হাসি ফুটবে।এবং এই উদ্যোগে যুবসমাজ মানব কল্যাণে কাজ করতে আরো অনুপ্রাণিত হবে।প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করেন।

এ সময় দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজু বলেন, দিনাজপুরে রক্তদানের পাশা-পাশি আমরা যেসব মানবসেবা করি।তার মধ্যে “অসহায়দের ১ বেলার আহার” এই সংগঠনটির ধারাবাহিকতা ধরে রাখতে আমি ও আমার টিম সাধ্যমত চেষ্টা করবো।ধন্যবাদ  জানাই অ্যাডভান্স গুড ফুড এন্ড কনজ্যুমার লিঃ (AGF) প্রতিষ্ঠানকে এমন একটি মানবিক কাজে আমাদের সহযোগিতা  করার জন্যে।

সংগঠনটি এখন থেকে প্রতি সপ্তাহে ১দিন দিনাজপুরে অসহায়, প্রতিবন্ধী,পথশিশুদের মাঝে খাবার বিতরণ করবেন।সবাই দোয়া করবেন পাশে থাকবেন। যে কোনো প্রয়োজনে 01701625204-রাজু (সভাপতি দিনাজপুর ব্লাড ফাউন্ডেশন )।

সানবিডি/ফাহমিদ জামান