৬৪ শতাংশ বেড়েছে রাশিয়া-চীনের জ্বালানি বাণিজ্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৯ ১৩:০৫:৪৩
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে চলতি বছর চীনে রাশিয়ার জ্বালানি রফতানি ৬৪ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে বন্ধুপ্রতিম দেশে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে মস্কোর রফতানি বেড়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। খবর রয়টার্স।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। এতে রাশিয়ার প্রধান রফতানি গন্তব্য ইউরোপে জ্বালানি রফতানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে মস্কো তার জ্বালানি রফতানিতে চীন ও ভারতের মতো এশীয় অর্থনীতির দিকে মনোযোগ বাড়িয়েছে। চীনের মুদ্রা ইউয়ান ও স্থানীয় রুবলে লেনদেনে হওয়ায় নিজেদের মুদ্রা শক্তিশালী হয়েছে বলে দাবি নোভাকের। গতকাল তিনি জানান, সাইবেরিয়া গ্যাস পাইপলাইনে করে চীনে গ্যাস সরবরাহের ক্ষেত্রে লেনদেনে ইউয়ান ও রুবল ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে চলতি সপ্তাহে রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম জানায়, চীনে যেখানে তাদের রফতানি বেড়েছে, সেখানে ইউরোপে সংকুচিত হয়েছে।
এনজে