‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ যেসব প্রতিষ্ঠান পাচ্ছে
প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১৯:১২:০০
প্রথমবারের মতো ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৪’ পাচ্ছে ১২টি শিল্প প্রতিষ্ঠান। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেবেন।
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।
পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া ১২টি প্রতিষ্ঠান হলো-
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে : বিএসআরএম স্টিলস, আবদুল মোমেন লিমিটেড ও বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ।
মাঝারি শিল্প : বসুমতি ডিস্ট্রিবিউশন, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার ইম্পোর্ট ও এক্সপোর্ট ও জালালাবাদ ফ্রোজেন ফুডস।
ক্ষুদ্র শিল্প : মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স, এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও প্রিন্স কেমিক্যাল কোম্পানি।
হাইটেক শিল্প : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও সার্ভিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
কুটির শিল্প : জননী উইভিং ফ্যাক্টরি।
সানবিডি/ঢাকা/রাআ