২০৫০ নাগাদ ভারত ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে: আদানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৯ ১৯:৩৬:০১


ভারতের অর্থনীতি ২০৫০ সালের মধ্যে ১০ গুণ বাড়বে বলে মনে করেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। তার মতে, ২০৫০ সালের মধ্যে ভারত ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় এ বিলিয়নিয়ার বলেন, আগামী দশকের মধ্যে প্রতি ১২ থেকে ১৮ মাসে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এক ট্রিলিয়ন ডলার করে বৃদ্ধি পেতে পারে। এতে দেশটি বিনিয়োগের গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপিতে ভারতের অংশ ২০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি ক্লিন এনার্জিতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার তার গ্রুপের প্রতিশ্রুতির কথাও পুনরায় মনে করিয়ে দেন।

তিনি বলেন, সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধির মানে হচ্ছে ২০৫০ সাল নাগাদ ভারতে জ্বালানির ব্যবহার ৪০০ শতাংশ বাড়াবে। আর এ চাহিদা পূরণের জন্য দেশটি জ্বালানির বিকল্প উৎসের ক্ষেত্রে এক অতুলনীয় উদ্যোগ নেবে।

পৃথিবীকে শীতল করা সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হবে উল্লেখ করে আদানি বলেন, এটি পরবর্তী কয়েক দশকে কর্মসংস্থান সৃষ্টিকারী সবচেয়ে বড় খাতে পরিণত হবে।

২০৫০ সালের মধ্যে ভারত গ্রিন এনার্জি রফতানিকারক দেশে পরিণত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার দেশটির নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একই সঙ্গে দেশটিকে গ্রিন হাইড্রোজেনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে চায় তার সরকার।

বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস উৎপাদক দেশটি ২০৭০ সাল নাগাদ তাদের কার্বন নিসরণ শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে। আদানি ও তার প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানিসহ ভারতীয় বড় বড় ব্যবসায়ী টাইকুনরা সেই প্রচেষ্টারই নেতৃত্ব দিচ্ছেন। তারা এ লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

এএ