মেরিডিয়ান ভবনের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২০ ১৬:৫২:২২


চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় নির্মাণাধীন বহুতল মেরিডিয়ান ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, দুপুর আড়াইটার দিকে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, নির্মাণাধীন মেরিডিয়ান ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনে কর্মরত শ্রমিকদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

এম জি