নিম্ন আদালতের সব রায় অনলাইনে প্রকাশের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২০ ১৮:২৪:০৭
নিম্ন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনার আলোকে গত সপ্তাহে এই নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে দেশের সব আদালতের রায় ও আদেশের অনুলিপি ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্ধারিত নির্দেশনা ও ব্যবহার বিধি অনুসরণ করতে বলা হয়েছে।
ব্যবহার বিধিতে উল্লেখিত ওয়েবসাইটে আদালতের আদেশ ও রায় প্রকাশের ক্ষেত্রে মামলার সব পক্ষ অথবা মামলার কোনো ভিকটিম/ভুক্তভোগীর (নারী, শিশু বা অপরাধের শিকার ব্যক্তির) ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্ট থেকে জারি করা ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা’ অনুসরণ করতে হবে। তবে ওয়েবসাইটে প্রকাশিত অধস্তন আদালতের রায় বা আদেশের অনুলিপি জাবেদা নকলের (সার্টিফায়েড কপি) বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না।
এর আগে দ্রুত সময়ে, স্বল্প খরচে বিচার সেবা প্রদানের লক্ষ্যে একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে।
এএ