ক্রীড়াঙ্গনের উন্নয়নেও পাশে থাকতে চায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২০ ১৯:৩২:৫৭
“ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিঃ” ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারশন এর সহ-সভাপতি হাবিব উল্লাহ ডন। তাছাড়া ফেডারশন পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এবং ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ সম্পাদক কাজী আব্দুল হান্নান।
ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগের এ আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট বিজনেস রিফাত হাসান কনক। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নেও পাশে থাকতে চায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। দেশে প্রথম সারির ক্রীড়ার মধ্যে থাকলেও, জনপ্রিয়তায় ফুটবল, ক্রিকেট, হকির অনেক পরে অবস্থান এ খেলাটির। এ ধরণের খেলাগুলোও যেন সামনে আসতে পারে, জনপ্রিয় হয়ে ওঠে এবং অংশগ্রহন আরো বাড়ে সেজন্য সমাজে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বেলুন উড্ডয়নের মাধ্যমে ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ ২০২২ এর উদ্বোধন ঘোষনা করা হয় এবং উপস্থিত অতিথিরা প্রথম দিনের খেলা উপভোগ করেন ।
এএ