ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২০ ২১:১৪:১১
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়নে বালিপাড়া ছোট পুলে ট্রাকে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা। কারও পরিচয় এখনও পাওয়া যায়নি।
ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যার উদ্ধার কাজ চালাচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককেও আটক করা হয়েছে।
এএ