‘অর্থনীতিকে ক্যাপিটাল মার্কেট অনেক দূর এগিয়ে নিয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২৩ ১৭:১৮:৪৬


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমাদের অর্থনীতিকে মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট এগিয়ে নিয়েছে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের অর্থনীতিকে মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট এগিয়ে নিয়েছে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রেখেছেন। তবে অর্থনীতিতে যদি পণ্য সঠিকভাবে হ্যান্ডেল করা না যায়, মুদ্রাবাজার ও শেয়ারবাজারের সঙ্গে একই লাইনে না থাকে তখন সেখানে মিসিং লিংক তৈরী হয়। কমোডিটি মার্কেটের অভাব আমাদের বহুদিন যাবত রয়ে গেছে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, একদিকে আমদানি-রপ্তানি অন্যদিকে মুদ্রাবাজার ও শেয়ারবাজার দেশের অর্থনীতি চালায়। এই খাতুনগঞ্জে যে একটি কমোডিটিজ এক্সচেঞ্জ দরকার তা বিএসইসি অনেকদিন ধরেই অনুভব করেছে। আমরা চিন্তা করেছি সিএসই স্ট্র্যাটেজিক ওয়েতে ভালো পার্টনার নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কমোডিটি এক্সচেঞ্জের ব্যবসা করবে।

তিনি বলেন, আমরা যদি মান-ওজন এবং আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যের সমন্বয় রেখে পণ্য বেচাকেনা করতে পারি, তাহলে আমরা মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে আমরা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি, ক্রয়-বিক্রয়ের সময় সম্পর্কে জানতে পারবো।

বিএসইসি চেয়ারম্যান বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা সিএসইর পাশে থেকে সবসময় কাজ করে। তারা এই এক্সচেঞ্জের ভালো চায়। অনেক হতাশার খবর শোনা যায়। তবে বিদেশি বিভিন্ন সংস্থা বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। শিগগিরই সকল সমস্যা কেটে যাবে।

এসময় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এটি দেশের পুঁজিবাজারের জন্য নতুন মাইলফলক বলে জানিয়েছে ।

এর আগে সিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং এবিজি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চুক্তিতে সই করেন।

এবিজি লিমিটেড দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান। সিএসইর ২৫ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এই পুঁজিবাজারের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। এখন থেকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেড কার্যক্রম পরিচালনা করবে।

এএ