বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১১-২১ ১০:১৪:২২


বিশ্ববাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে স্বর্ণের দাম।মূল্যবান ধাতুটির সাপ্তাহিক দামও কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূল্যস্ফীতির হার আরো কমানোর লক্ষ্যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আবারো বাড়াতে পারে, এমন খবরে ধাতুটির দাম কমেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৪৮ ডলার ৮৪ সেন্টে নেমেছে। ধাতুটির সাপ্তাহিক দাম ১ দশমিক ৩ শতাংশ কমতে পারে। অক্টোবরের মাঝামাঝি সময়ের পর এটি সর্বনিম্ন দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৫৪ ডলার ৪ সেন্টে।

তবে হাই রিজ ফিউচারের মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর হঠাৎ দাম কমে যাওয়ার বিষয়টি সাময়িক। ফেডারেল রিজার্ভের ব্যাংক অব বোস্টনের প্রধান সুজান কলিনস জানান, কেন্দ্রীয় ব্যাংকটি আগামীতে সুদের হার আরো বাড়াতে পারে। এবারো ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি।

প্রসঙ্গত, ফিউচার মার্কেটে নিম্নমুখী প্রবণতা ও এক্সচেঞ্জগুলোর মাধ্যমে লেনদেন হওয়া পণ্যের বহিঃপ্রবাহ সত্ত্বেও এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের চাহিদা বেড়েছে।

এনজে