পাবলিক টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২১ ১৫:১০:১১


রাজধানীর যাত্রাবাড়ীতে একটি পাবলিক টয়লেট থেকে মো. সুজন হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুদবা গ্রামের আবু তাহেরে ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি দোকানে কর্মচারী ছিলেন।

জানা গেছে, রোববার দুপুরে অস্থির হয়ে সুজন পাবলিক টয়লেটে আসেন। পরে টয়লেটের ভেতরে মাথায় পানি ঢালতে থাকে। কিন্তু ১৫-২০ মিনিট পার হলেও সুজন বের না হওয়ায় টয়লেটের ইজারার টাকা উঠানোর দায়িত্বে থাকা ব্যক্তি তাকে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে টয়লেটের ভিতরে ঢুকে দেখেন সুজনের মরদেহ পড়ে আছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) মো. রাহিম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এম জি