দর পতনের শীর্ষে আমরা নেটওয়ার্ক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২১ ১৬:০৭:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের শীর্ষে আছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (২১ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ০২ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৭১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়াদর কমেছে ৮ দশমিক ৮৭ শতাংশ।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বসুন্ধরা পেপার মিলস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, আমরা টেকনোলজিস, ইস্টার্ন হাউজিং, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম লিমিটেড।
এনজে