দুদক বিশ্বরেকর্ড করার মতো রাঘব-বোয়াল ধরেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২১ ১৮:৩৮:০০
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্বরেকর্ড করার মতো রাঘব-বোয়াল ধরেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার মো. জহুরুল হক।
সোমবার (২১ নভেম্বর) দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে দুদকের তদন্ত বিভাগের এই কমিশনার বলেন, আমরা অনেক কাজ করছি, সব খবর আপনাদের কাছে যায় না। সবগুলো খবর আপনারা প্রচারও করেন না। আপনারা সবসময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘব-বোয়াল ধরেছে, আপনারা দেখেছেন কখনো। যদি দেখেন বিশ্ব রেকর্ড করার মতো রাঘব-বোয়াল ধরেছে।
অর্থপাচার সংক্রান্ত মামলায় দুদকের সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, অর্থপাচার সংক্রান্ত মামলায় দুদকের সাফল্য রয়েছে। দুদক ২০২০ সালে ৮টি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ২০২০ সালে ৪টি ও ২০২১ সালে ১টি মামলার চার্জশিট দায়ের করেছে। যেসব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলোর মামলার ৮০ শতাংশ ফল আমাদের পক্ষে আছে।
জহুরুল হক আরও বলেন, দুদকই পৃথিবীর একমাত্র সংস্থা যে দুর্নীতির দায়ে সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অনেককে জেলেও পাঠিয়েছে, যা বিশ্বে অন্যকোনো দুর্নীতি বিরোধী সংস্থা করেনি।
অর্থপাচারের সংক্রান্ত বিদেশ থেকে তথ্য সহায়তা পাওয়া যায় না উল্লেখ করে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়ার কারণে অর্থপাচারের তথ্য পেতে দেরি হয়। যেসব উন্নত দেশ ট্রান্সপারেন্সির কথা বলে তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করে না।
সভায় অপর কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, মানি লন্ডারিং সংক্রান্ত ২৭ ধরনের অপরাধের কেবলমাত্র একটি বিষয়ে দুদক অনুসন্ধান ও তদন্ত করতে পারে। অথচ অর্থপাচারের যাবতীয় দায় দুদককে নিতে হয়। এটা অত্যন্ত পীড়াদায়ক।
এএ