‘বাংলাদেশ কখনোই দেউলিয়া হবে না’

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২২ ১১:০৫:১০


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না, বাংলাদেশ কখনোই শ্রীলংকার মতো দেউলিয়া হবে না। বাংলাদেশের ইকোনোম একটি শক্তিশালী ফাউন্ডেশনের ওপরে আছে। তাই স্বার্থান্বেষী মহলের গুজবে কান দেবেন না।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র সেমিনার হলে আয়োজিত ‘মানব উন্নয়ন ভাবনা’ শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও এবং বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকোপাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, যারা বঙ্গবন্ধুর লড়াকু মনের কথা ভুলে আত্মতুষ্টিতে ভুগছেন তাদের অনেক বেশি সাবধান হতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন ২৭৩ ডলার, তার মৃত্যুর পর সেটা কমে আসে ১২৮ ডলারে। দীর্ঘ ১৩ বছর লেগেছিল সেই স্থানে ফিরে যেতে।

এম জি