যুক্তরাষ্ট্রে সুপারশপে গুলি করে ১০ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৩ ১৩:০০:১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক এলাকার একটি ওয়ালমার্ট সুপার শপে গুলি করে ১০ জনকে হত্যা করেছে একজন বন্দুকধারী। পুলিশ ধারণা করছে, মার্কেটের স্টোর ম্যানেজারই গুলি চালিয়ে ১০ ব্যক্তিকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে উত্তর আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এর একটি স্টোরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার আচমকাই ওয়ালমার্টের স্টোরে হামলা চালায় ওই ব্যক্তি। পরে হামলাকারীর মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে -তা স্পষ্ট নয়। কী কারণে হামলা, তাও খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।
এম জি