লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৩ ১৫:০৩:৫৯


ঢাকা স্টক  এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানিটির ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ টাকার।

২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এনজে