কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৩ ১৫:১৩:৪৫
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. হোসেন শেখ (২৪) ও ইমন হোসেন (১৯)। এ ঘটনায় সোহেল মণ্ডল নামে আরও একজন আহত হয়েছেন।
জানা যায়, রাজেন্দ্রপুরের ঢাকা-মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে একটি ট্রাক চাকা মেরামত করেছিল। তখন পেছন থেকে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এসময় ঘাতক ট্রাকে থাকা চালক ও রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম জি