মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১১-২৪ ১৩:০০:৪৫
মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম আজ স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেবেন।
গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন।
এম জি