এবার জাপানে বিএসইসির রোড শো স্থগিত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২৪ ১৯:৫৮:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হওয়ার পর এবার জাপানে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট” ও স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানে কোভিড বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনতে ধারাবাহিক রোড শোর আয়োজন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় বিদেশি বিনিয়োগকারীদের দেশের শেয়ারবাজারে আকৃষ্ট করতে আগামী ২৫ নভেম্বর জাপান যাওয়ার কথা ছিলো বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম নেতৃত্বাধীন একটি দল। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর দুইদিন ব্যাপী হওয়ার কথা ছিলো। এতে যোগ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর।
এর আগে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর জাপান সফর করার কথা ছিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ