কালের বিবর্তন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-২৪ ২১:৫৯:১৯


সিরাজুল মানিক

কালের বিবর্তনে সব কিছুই বদলে গেছে,

শৈশব কৈশোর যেন সোনালী অতীত ।

হেলায় কাটানো দিনগুলি,

শুধুই ব্যাথা দেয়।

সবুজ ধানের ক্ষেত,

সবুজ সোনালী প্রান্তর।

বিকেলের সেই খেলার মাঠ,

কিছুই নেই, শুধুই দালান কোঠা,

সবুজের বিলুপ্তি সাথে সরলতার।

কনক্রিটের ব্যবহারে বিভৎস সব,

বিলুপ্ত কাদামাটির মানুষ।

সবাই শুধু চকচকে,

মানুষ গুলো যন্ত্র তাই।

সরলতা নেই,

ভালোবাসা নেই,

আছে শুধু হিংস্রতা.

হিংসা বিদ্বেষ ক্ষমতার নেশা |

এনজে