স্বাচিপের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৫ ১৬:১৮:৪৪
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির গেট, দোয়েল চত্বর, টিএসসি এলাকায় সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠনটির সম্মেলন সফল করতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন চিকিৎসক নেতাকর্মীরা।
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। গায়ে বিভিন্ন রঙের পোশাক, খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন নেতাকর্মীরা।
স্বাচিপ নেতারা জানিয়েছেন, সম্মেলনে হাজার হাজার চিকিৎসক সদস্যের মিলন মেলা ঘটবে। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসকের উপস্থিতির প্রত্যাশা তাদের।
সাত বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা পরিশ্রম করছেন।
এম জি