লোকসান কাটিয়ে বিটিসিএলের লাভ পৌনে ৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৫ ২০:১৫:৫০


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। একটানা ১৫ বছর লোকসান দিয়েছে এটি। এখন সেই প্রতিষ্ঠানটিই লাভের মুখ দেখছে। ২০২১-২২ অর্থবছরে ৬ কোটি ৭২ লাখ টাকা লাভ করেছে বিটিসিএল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকায় টেলিযোগাযোগ ভবনে বিটিসিএল’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে তিনি এসব তথ্য জানান।

বিটিসিএল’র বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০০৭ -২০০৮ অর্থবছরে বিটিসিএল’র লোকসান ছিল প্রায় ৩৫০ কোটি টাকা।

এর আগে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫০০ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের তা ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-’২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

এএ