ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩১০
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৬ ১১:৪৪:৩৮
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ২৪ জন।
গত ২১ নভেম্বর দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে ওই প্রদেশের সিয়ানজুর শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ধসে গেছে। অনেক জায়গায় ভূমিধস হয়েছে। ধ্বংসস্তুপ ও মাটির নিচে এখনও কিছু মানুষ আটকে আছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ইতিহাস রয়েছে। সেখানে ২০১৮ সালের সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে ২ হাজার জনেরও বেশি নিহত হয়েছে।
এম জি