আমাদের মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৬ ১২:০৭:২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। অনেক উন্নত দেশ মন্দার কবলে পড়েছে। কিন্তু আমরা এখনো দুর্ভাগ্যজনক অবস্থায় পড়িনি।
তিনি বলেন, কারও কাছে আমরা হাত পেতে চলবো না। আমাদের সাশ্রয়ী হতে হবে। মিতব্যয়ী হতে হবে।
শনিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর ১ম টানেল টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা, ইউক্রেন যুদ্ধ, স্যাংকশন-পাল্টা স্যাংকশনের কারণে প্রতিটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। নিজেদের সঞ্চয় বাড়ান, সাশ্রয়ী হন, মিতব্যয়ী হন।
তিনি আরও বলেন, শিল্পায়ন হচ্ছে, কিন্তু কৃষি জমি রক্ষা করতে হবে। কৃষি নিয়ে গবেষণা হচ্ছে, নতুন নতুন বীজ উদ্ভাবন করা হচ্ছে, উৎপাদন বাড়ছে। আমাদের যার যতটুকু জমি আছে কিছু না কিছু উৎপাদন করতে হবে। সবার এই মানসিকতা থাকতে হবে যে, নিজের খাবার নিজে উৎপাদন করবো। তাহলে আমরা অর্থনৈতিক মন্দার আঘাত থেকে দেশকে রক্ষা করতে পারবো।
এম জি