মহামারি পরিস্থিতি কাটিয়ে মধ্যপ্রাচ্যে বাড়ছে ভ্রমণার্থী সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১১-২৬ ১৫:১৮:৫৮
মহামারি করোনার পরিস্থিতি কাটিয়ে ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্যে ভ্রমণার্থীদের সংখ্যা বাড়ছে। ২০২২ সালের প্রথম নয় মাসে অঞ্চলটিতে আন্তর্জাতিক ভ্রমণের সংখ্যা প্রাক-কভিড স্তরের ৭৭ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)।
প্রতিবেদনে চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক ভ্রমণার্থীর সংখ্যা আরো বৃদ্ধির কথা বলা হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক পর্যটন খাত চলতি বছর প্রাক-মহামারী স্তরের ৬৫ শতাংশে পৌঁছানোর পথে।
এ বিষয়ে ইউএনডব্লিউটিও প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এ বছরের প্রথম নয় মাসে প্রায় ৭০ কোটি যাত্রী আন্তর্জাতিকভাবে ভ্রমণ করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যানটি ২০১৯ সালের ৬৩ শতাংশ আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, যা পর্যটন খাতের শক্তিশালী সম্প্রসারণের ইঙ্গিত দেয়। তাছাড়া চলতি বছর মহামারী সৃষ্ট ভয়-ভীতিগুলোও অনেকটা দূর হয়ে গেছে। তাই বৈশ্বিক পর্যটনের পালে সুবাতাসই বইছে ।
প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেছে ৪৩ কোটি যাত্রী। তবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক ভ্রমণার্থীদের সংখ্যা প্রকৃতপক্ষে বেড়েছে চলতি বছরের সেপ্টেম্বরে, যা ওই সময় প্রাক-মহামারী স্তরের মাত্রা ৩ শতাংশকে অতিক্রম করে। ইউএনডব্লিউটিও প্রতিবেদন অনুসারে, প্রবল অবদমিত চাহিদা, আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি এবং কভিডসংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার ফলে ভ্রমণার্থীদের সংখ্যা বাড়ছে।
প্রতিবেদনে যোগ করা হয় পর্যটন রাজস্ব বাবদ আয় ২০২২ সালে ১ লাখ ২০ হাজার কোটি থেকে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। আয়ের পরিসংখ্যানটি ২০২১ সালের অর্জিত আয়ের তুলনায় ৬০-৭০ শতাংশ বেশি। তাছাড়া ২০১৯ সালে রেকর্ড পরিমাণ আয় ১ কোটি ৮০ হাজার ডলারের ৭০-৮০ শতাংশ।
এনজে