লংমার্চ বাতিল করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৭ ১০:১৩:৩৫


রাজধানী ইসলামাবাদের অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ‘বিশৃঙ্খলার’ আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে আগাম নির্বাচনের দাবি জোরদার করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদগুলো থেকে তার দল পদত্যাগ করবে বলেও ঘোষণা করেছেন তিনি। খবর আল জাজিরা।

রাজধানীর কাছে গ্যারিসন নগরী রাওয়ালপিন্ডিতে এক সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সেখানে বিশৃঙ্খলা হবে, যা হবে দেশের ক্ষতি। চলতি মাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই প্রথম প্রকাশ্য কোনো সভায় বক্তৃতা করলেন ইমরান খান।

ইসলামাবাদ থেকে আলজাজিরার প্রতিনিধি কামাল হায়দার বলেন, ইমরান খান আবেগপূর্ণভাবে তার সমর্থকদের বলেন যে পাকিস্তান অর্থনৈতিক সঙ্কটে থাকায় ‘বিশৃঙ্খলা’ দেশের স্বার্থে অনুকূল হবে না।

এম জি