ফারইস্ট ইসলামী লাইফ-এর ‘এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন’

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৭ ১৭:১৫:৪০


ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর “এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন” করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারইস্ট ইসলামী লাইফ-এর শরী’আহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ জহুরুল ইসলাম চৌধুরী।

এছাড়াও কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, এফসিএমএ, সহ আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন), জনাব সামিরা ইউনুস এবং শরী’আহ ট্রেনিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাওঃ মোঃ মাসুম বিল্লাহ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগন।

প্রশিক্ষনে বিক্রয় কৌশল, রি-ইন্স্যুরেন্স বিষয়ে বীমাকর্মীর করণীয়, পলিসি বিক্রয়োত্তর সেবা, পলিসি তামাদি হওয়ার কারন ও তামাদি প্রতিরোধের উপায় নিয়ে বিষদ আলোচনা করা হয়।

এএ