লিটারে ১৮ টাকা কমল ফার্নেস ওয়েলের দাম
প্রকাশ: ২০১৬-০৩-৩১ ২০:৪৭:৫৬
ফার্নেস ওয়েলের দাম লিটারে ১৮ টাকা কমিয়েছে সরকার। এক লিটার ফার্নেস তেলের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস ওয়েলের দাম কামানোর প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, আজ মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফার্নেস ওয়েলের দাম কমানোর ঘোষণার দুইদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হল।
গত ২৯ মার্চ ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই দিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ফার্নেস ওয়েলের দাম কমলেও বিদ্যুতের দাম কমছে না। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানায় পণ্য উৎপাদন ও জাহাজ চলাতে ফার্নেস অয়েল লাগে।
ফার্নেস অয়েলের দাম কমাতে উদ্যোগ নেয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি কার হবে। নসরুল হামিদের এমন ঘোষণার দুইদিন পরেই লিটার প্রতি ফার্নেস ওয়েলের দাম ১৮ টাকা কমানোর প্রজ্ঞাপন জারি হল।
সানবিডি/ঢাকা/আহো