এমারেল্ড অয়েলের ইজিএম ৮ জানুয়ারি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ০৯:৪২:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে মাইনোরি বাংলাদেশের পক্ষে শেয়ার বরাদ্দ করবে। কোম্পানিটির ইজিএম আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এনজে