নিতাইগঞ্জে অস্থির চিনির বাজার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৮ ১০:৪৩:৩৪
নারায়ণগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নিতাইগঞ্জে সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা না করে বেশি দামেই বিক্রি হচ্ছে চিনি। ব্যবসায়ীরা বলছেন, মিল গেট থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে মিল থেকেই বেশি দামে চিনি কিনতে হচ্ছে।
চিনির সরকারি নির্ধারিত দাম ১০২ টাকা। কিন্তু বাজারে এর চেয়ে কেজিপ্রতি ৪-৫ টাকা বেশি দামে ভোগ্যপণ্যটি বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৬ টাকা কেজি দরে। সে হিসাবে বাজারে এক মণ চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪০ টাকায়। খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মণপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা দরে।
এনজে