জ্বালানি স্থাপনায় রুশ হামলা গণহত্যার সমান: ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১৩:৩০:৩৪
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার সমান। রোববার (২৭ নভেম্বর) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, ইউক্রেন জুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আক্রমণ পরিকল্পিত এবং আত্মসমর্পণ জোর করার প্রচেষ্টার অংশ। যদিও রাশিয়া ইউক্রেনের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
গণহত্যার সংজ্ঞায় বলা হয়েছে, এক দল মানুষকে নির্মূল করার চেষ্টা। জাতিসংঘের জেনেভা কনভেনশন অনুসারে, গণহত্যা একটি জাতীয়, জাতিগত, ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় জড়িত। এর মধ্যে কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা বা গুরুতর ক্ষতি করা বা শিশুদের জোরপূর্বক স্থানান্তরের মতো ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত।
এম জি